প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৫:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৪, ২:৩৮ পি.এম
বাজার নিয়ন্ত্রণে বর্তমান সরকারের ব্যর্থতায় উদ্বেগ ভোলায় সুজনের
![]()
ভোলা টাইমস ডেক্স,
ভোলা জেলা সুজনের (সুশাসনের জন্য নাগরিক) সভায় বর্তমান সরকারের দুই মাস অতিবাহিত হওয়া সত্বেও বাজার নিয়ন্ত্রণে বর্তমান সরকারের ব্যর্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
শনিবার ১২ ই অক্টোবর স্থানীয় মাসুমা খানম বিদ্যালয় বেলা ১১ঃ০০ টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত দীর্ঘ দেড় ঘন্টা জনজীবনের নানা সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
সুজন জেলা সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরীর সভা পতিত্বে বক্তব্য রাখেন সুজন জেলা সহ শাহিন সহ-সভাপতি গোলাম মাহমুদ, ক্রেটারি মোহাম্মদ মহিউদ্দিন, আইনজীবী শাহাদাত হোসেন শাহীন,সুজন সদস্য আবু তাহের আবুল কাশেম প্রমূখ।
বক্তাগন বলেন বিগত সরকারের মন্ত্রীরা নিজেরাই ছিল ব্যবসায়ী বড় ব্যবসায়ীদের ভাগীদার তারা ছিল ব্যবসায়ী বান্ধব। বর্তমান সরকারকে অবশ্যই জন বান্ধব হতে হবে।বক্তাগণ বলেন চাল ডাল তেল সহ মাছ মাংস সবজির বাজার এখনো কালোবাজারি মুনাফাখোর সিন্ডিকেট নিয়ন্ত্রণ করবে তা মেনে নেয়া যায় না। বক্তাগণ বলেন ভোলার গ্যাস দিয়ে উৎপাদিত বিদ্যুৎ গ্রীড লাইনে নিয়মিত ভোলার বাহিরে যাচ্ছে অথচ ভোলা সদরেএকটি সাব স্টেশনের অভাবে ভোলার মানুষ নিয়মিত বিদ্যুৎ পাচ্ছে না। ভোলার গ্যাস কালোবাজারি ব্যবসায়িক প্রতিষ্ঠান ইনট্রাকোর মাধ্যমে সিএনজি আকারে ভোলার বাহিরে নিয়ে যাওয়া হচ্ছে। কালোবাজারি ব্যবসায়ী প্রতিষ্ঠান ইন্ট্রাকোর সাথে বিগত সরকারের দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদের ব্যক্তি গত ও কোটারি স্বার্থে করা চুক্তি বাতিল করে ভোলার গ্যাস ভোলার ঘরে ঘরে শিল্প কারখানায় ও দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যবহার করতে হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- [email protected], মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.