ইউসুফ হোসেন নীরব
ভোলা টাইমস্:: ভোলায় বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টি বিজেপি কর্তৃক পৌর ৪ ও ৫ ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৩মে শুক্রবার বিকেলে ভোলা সদর ৩১নং চরনোয়াবার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ জাতীয় বিজেপি শ্রমিক পার্টির সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন (চকেট) প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জামাল উদ্দিন (চকেট) বলেন, ভোলায় সৌডিয়াম লাইট থেকে শুরু করে অন্ধকার দ্বীপ ভোলাকে আলোয় আলোকিত করেছেন মরহুম নাজির রহমান মঞ্জু যা ভোলা বাসি কখনো ভুলবে না। তিনি আরো বলেন গোপালগঞ্জ যেমন আওয়ামী লীগের ঘাঁটি ঠিক তেমনি দ্বীপ জেলা ভোলা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের ঘাঁটি হিসেবে দেখতে চাই। উক্ত অনুষ্ঠানের আর উপস্থিত ছিলেন, বাদল রাজা, জেলা যুগ্ন আহ্বায়ক বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, বিকাশ মণ্ডল সহকারী যুগ্ন আহ্বায়ক বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, মো.মনসুর আলম, মো.আখতার হোসেন, হনুফা বেগম, মো. সিদ্দিক, মো. শাজাহান, প্রমুখ।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.