মোঃ মেহেদী হাসান( সুমন)
বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টি বি,জে, পি,র আহ্বায়ক জামাল উদ্দিন (চকেট) জানান আমি রাজনৈতিক করি মরহুম নাজিউর রহমান মন্জুর সৈনিক আমি দল মত নির্বিশেষে আমি সৌসব জীবন থেকে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি করে আসছে এখন,মহরম নাজিউর রহমান মঞ্জুর উত্তরসূরি হিসেবে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ আমার নেতা, আমার জীবনে অনেক ধরনের অফার আসছে আমি আমার রাজনৈতিক জীবনে কোন কলঙ্কের চিন্তা করে, আমি কোন দল চেঞ্জ করিনি জীবন থাকতে কোনদিন করবো না।
মরতে হলে জাতীয় শ্রমিক পার্টি বিজেবি করে মরবো বাঁচতে হলেও জাতীয় শ্রমিক পার্টি করে বাঁচব, যত বাধা বিঘ্ন বড় ধরনের ষড়যন্ত্র আসবে আমাকে পথ থেকে সরাতে পারবেনা আমাকে নিয়ে যে ধরনের গুজব ছড়াচ্ছে বিভিন্ন দলীয় নেতারা আসলে সম্পূর্ণ ভুল আমি কোনরকম চর চঞ্চাল দখল বালু উত্তোলন থেকে বিরত আছি আমি এ ধরনের কার্যকলাপের সাথে জড়িত না, বালু উওোলন এর সময় নদীতে যে ধরনের কোলাকুলির কথা শুনেছি আসলে তখন আমি একটি সালিশ করতেছি গোপনভাবে তথ্য নিয়ে দেখেন আমি আমি সেই দিন কোথায় ছিলাম, তাই আমি সর্বশেষ একটি কথা বলতে চাই আমি জনগণের পাশে আছি থাকবো শ্রমিক ভাইদের কে ভুল তথ্য দিয়ে আমার নামে গুজব ছড়াচ্ছে আসলে সম্পূর্ণ ভুল বৃত্তিহীন তাই আমি শ্রমিক ভাইদের উদ্দেশ্য করে বলতেছি কান কোথায় আপনারা বিশ্বাস করবেন না আমি কি রকম আপনারা ভালো জানেন।
দল মত নির্বিশেষে সকলে আমরা একই জায়গায় তাই আমি চাইনা গুজবে কান দিয়ে বাড়াবাড়ি করি সত্য একদিন প্রমাণ হবেই ইনশাল্লাহ,
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.