দৈনিক ভোলাটাইমস্::বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) পৌর ৫ ও ৬ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে আজ বিকেলে অনুষ্ঠিত হয়েছে এক সভা। আজ শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) পৌর ৫ ও ৬ নং ওয়ার্ডের কমিটি গঠন উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর শাখার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এই অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রসমাজের সদস্য সচিব হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নুরনবী। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিজেপির সভাপতি আব্দুল জলিল, স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক কামাল সর্দার, পৌর ২ নং ওয়ার্ড সভাপতি সেলিম মিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় নেতারা দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার উপর জোর দেন। তারা আগামী নির্বাচনে ভোলা ১ আসনে আন্দালিব রহমান পার্থকে বিপুল ভোটে নির্বাচিত করার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় পৌর বিজেপি ৫ নং ওয়ার্ড সভাপতি শাজাহান সিকদার ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এবং ৬ নং ওয়ার্ড পৌর বিজেপির সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মোঃ সিরাজ সহ ১০১ সদস্য কমিটির নাম ঘোষণা করা হয়।
তৃণমূল পর্যায়ে নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে ভোলায় সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে মনে করছে বাংলাদেশ জাতীয় পার্টি।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.