

স্টাফ রিপোর্টার ,
দৈনিক ভোলা টাইমস:: ভোলায় সাবেক মন্ত্রী, ঢাকা সিটির সাবেক মেয়র ও জাতীয় পার্টি (বিজেপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আধুনিক ভোলার রূপকার মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) বিকেলে শহরের উকিলপাড়া তার শান্ত নীড় বাস ভবনে ভোলা জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে জেলা বিজপির সভাপতি আমিরুল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজপি’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
এসময় উপস্থিত ছিলেনম মরহুম নাজিউর রহমান মঞ্জুর ছোট ছেলে জাতীয় পার্টি (বিজেপি) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ওয়াশিকুর রহমান অঞ্জন।
অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, সাবেক বিচারপতি ফরিদ হোসেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, সেক্রেটারী হারুন অর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা উত্তরের সভাপতি আতাউর রহমান মমতাজী, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, নাজিউর রহমান মঞ্জুর ছোট ছেলে ব্যারিস্টার ওয়াসিকুর রহমান অঞ্জন, জেলা বিজেপির সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, জেলা বিএনপি নেতা তরিকুল ইসলাম কায়েদ, কবির হোসেন, মফিজুল ইসলাম মিলন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন, দুদকের পিপি এডভোকেট সাহাদাত হোসেন শাহিনসহ জেলা বিজেপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পার্থ তার বক্তব্যে মরহুম নাজিউর রহমানের রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে বিভিন্ন অবদান তুলে ধরেন। পাশাপাশি তার পিতার জন্য সকলের কাছে দোয়া চান। এসময় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আমার পিতা মরহুম নাজিউর রহমান মঞ্জু সাহেবকে আবশ্যই সবচেয়ে কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। আমি আমার জীবনে উপলব্ধি করেছি আল্লাহ তাহালা পৃথিবীতে মানুষকে পাঠায় তাকে ধনদেয়, সম্পত্তি দেয়, কাউকে সম্মান দেয়, কাউকে নাম দেয়, জশদেয়, সবকিছুর একটা কারণ হলো জনগনের জন্য নিবেদিত প্রান হয়ে কাজ করা। আমি আল্লাহর কাছে সন্তুষ্ট জানাই যে আমার বাবাকে জীবনের প্রথমদিকে উপলব্ধি করছেন অর্থ ক্ষমতা, টাকা পয়সা সব কিছুই, সম্মান, দায়িত্ব, ক্ষমতাসহ সব কিছু মানুষের জন্য, কল্যাণের জন্য।
নবী করিম হযরত মুহাম্মদ (স:) সকল নবী রাসূল মানুষের জন্য কল্যানের জন্যই কাজ করে গেছেন।
আজকে আমার বাবা নেই। কিন্তু বাবার সেই কর্মগুনে তিনি তুনান্বিত সবখানে। আজকে দেশের যেখানেই যাই না কেন সবজায়গা বলেন মরহুম নাজিউর রহমান মঞ্জু ছিলেন সিংহের মতো মানুষ। বড় মন ও হৃদয়ের মানুষ ছিলেন। আমার মনে হয় আমাদেরকে সবাই যে ভালোবাসে সেটা আমার বাবার সদগায় জারিয়া কল্যানে। আমার বাবার কোন অহংকার ছিলোনা। বাবা সাধারণ মানুষের সাথে এমন ভাবে থাকতো সবাইকে আপন করে নিতো।
এসময় আন্দালিব রহমান পার্থ আরো বলেন, আমার রাজনীতি আমরা ১৭ বছর অনেক কষ্ট করছি। সামনে আল্লাহ চায় তো আমাদের ভালো সময় আসবে। তার জন্য ধৈর্য ধারণ করতে হবে। আমার যেন অংহকারী না হই। আমরা যেন বড় নেতার চেয়ে ভালো মানুষ হয়ে এই পৃথিবী থেকে যেতে পারি। ঠিক যেমন আমার বাবাসহ আরো অন্যন যারা ছিলেন। যাদের মৃত্যুতে মানুষের হৃদয় এখনো ছুঁয়ে যায়। সেদিকে আমরা সবাই লক্ষ্য রাখি। পরে সবার কাছে দোয়া চান মরহুম নাজিউর রহমান মঞ্জুর জন্য। একই সাথে ভবিষ্যতে বাবার সুনাম রক্ষা করতে পারি তার জন্য।এর আগে সকালে পবিত্র কোরআন খতম এবং মরহুমের কবর জিয়ারত করা হয়।
উল্লেখ্য, মরহুম নাজিউর রহমান মঞ্জু ১৯৪৮ সালে ৩০শে জুন ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ঐতিহ্যবাহী বালিয়া মিয়া বাড়ীতে মিয়া পরিবারে জন্ম গ্রহন করেন এবং ২০০৮ সালের ৬ই এপ্রিল মাত্র ৬০ বছর বয়সে ঢাকা ইউনাইটেড হাসপাতালে মারা যান।