
গত ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক্স সেন্ট্রালিয়ান কমিউনিটি আয়োজিত ‘ফ্রিল্যান্সিং-এ ফিউচার’ শীর্ষক কর্মশালা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্মশালায় GradLeap–এর লিড মেন্টর শাহরিয়ার জাহান রাফি প্রায় এক হাজারেরও অধিক শিক্ষার্থীকে ফ্রিল্যান্সিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর প্রয়োজনীয়তা, ব্যবহার পদ্ধতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে আলোকিত করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “নির্বাচনে আমার কোনো প্রতিশ্রুতি নেই, তোমাদের যখন যেটা প্রয়োজন হবে আমি তোমাদের জন্য সেটাই করব।” এছাড়া তিনি শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফরোজা আব্বাস। দিনব্যাপী অনুষ্ঠান শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মির্জা আব্বাস এবং পরবর্তীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মির্জা ইয়াসির আব্বাস। তিনি নিজের ছাত্রজীবনের অভিজ্ঞতা থেকে ফ্রিল্যান্সিংয়ের গল্প শেয়ার করেন এবং সফলতা অর্জনের কৌশল নিয়ে মূল্যবান আলোচনা করেন।
GradLeap–এর মেন্টর ফারজানা করিম ফ্রিল্যান্সিংয়ে ইংরেজি ভাষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণ শেষে GradLeap–এর পক্ষ থেকে পাঁচজন মেধাবী প্রশিক্ষণার্থীকে মোট প্রায় ২ লক্ষ টাকা মূল্যের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়া এক্স সেন্ট্রালিয়ান কমিউনিটি–এর পক্ষ থেকে অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে একটি ল্যাপটপ, স্মার্টওয়াচ এবং পাওয়ার ব্যাংক পুরস্কার হিসেবে প্রদান করা হয়, যা প্রশিক্ষণার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সঞ্চার করে।
অনেক প্রশিক্ষণার্থী এই কর্মশালাকে অত্যন্ত ফলপ্রসূ বলে মন্তব্য করেন। তারা বলেন, মির্জা আব্বাসের অনুপ্রেরণামূলক বক্তব্য—বিশেষ করে নির্বাচনী প্রতিশ্রুতির পরিবর্তে প্রয়োজন অনুযায়ী সহায়তার আশ্বাস—তাদের মনে গভীর ছাপ ফেলেছে। এআই-ভিত্তিক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ তাদের ক্যারিয়ারের নতুন দিগন্ত উন্মোচন করেছে। পুরস্কারপ্রাপ্তরা বিশেষ করে বৃত্তি ও গ্যাজেট পুরস্কার পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং বলেন, এগুলো তাদের ফ্রিল্যান্সিংয়ে আরও দক্ষতা অর্জনে সহায়ক হবে।
এই কর্মশালা ফ্রিল্যান্সিং ও এআই–সংক্রান্ত জ্ঞান ছড়িয়ে দেওয়ার পাশাপাশি যুবসমাজকে ইতিবাচক, সৃজনশীল ও স্বাবলম্বী হয়ে উঠতে উৎসাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.