ভোলা টাইমস্ ডেক্স:
ভোলা-১ (সদর) আসনের প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে নির্বাচনে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দিয়েছেন অভিনেতা শাহেদ শরীফ খান।
মঙ্গলবার সকালে দেওয়া পোস্টে শাহেদ লেখেন, বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু মানুষ আছেন, যারা অসংখ্য প্রতিকূলতার মাঝেও সত্যের পথ থেকে কখনো সরে যাননি। রাজনীতিবিদ আন্দালিব পার্থ তেমনই একজন মানুষ।
পার্থের প্রশংসায় তিনি লিখেন, সব সময় চাপ, বাধা ও ঝড়ের মুখেও তিনি সাহসের সঙ্গে সত্য কথা বলেছেন- এটাই তাকে আলাদা করেছে। আমি গর্বের সঙ্গে বলতে পারি, আমি তার একজন বন্ধু। আগামী আসন্ন নির্বাচনে তিনি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। তার মতো যোগ্য, সাহসী ও নীতিবান নেতৃত্বই আজ আমাদের দেশের সবচেয়ে বেশি প্রয়োজন। একজন সৎ ও স্পষ্টভাষী নেতা হিসেবে তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম। একজন শিল্পী হিসেবে এ বিশ্বাস আমার আছে। তার জন্য রইল অন্তরের গভীর থেকে দোয়া ও শুভকামনা।
জনগণকে সঠিক ও যোগ্য নেতৃত্বকে বেছে নেওয়ার আহ্বান জানিয়ে লেখেন, একই সঙ্গে আপনাদের সকলের প্রতি অনুরোধ- নেতা নির্বাচনের ক্ষেত্রে যেন আমরা কোনো ভুল না করি। সঠিক মানুষকে, যোগ্য নেতৃত্বকে বেছে নেওয়াই আমাদের ভবিষ্যৎকে নিরাপদ ও আলোকিত করবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.