স্টাফ রিপোর্টার, ভোলা টাইমস্
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা সদর আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরের পক্ষে ভোট চেয়ে রতনপুর বাজারে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬) বিকেলে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর বাজারে লিফলেট বিতরণ ও পথসভায় অনুষ্ঠিত হয়।
শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ কে এম নুর হোসেন হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও ভোলা -১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
পথসভায় আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, শিবপুর ইউনিয়ন মানুষ অতন্ত্য সহজ সরল,বিগত নির্বাচনে শিবপুরের মানুষ বিএনপির প্রার্থী মরহুম মোশাররফ হোসেন শাহাজাহানকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি যদি নির্বাচিত হই শিবপুরের মানুষের প্রাণের দাবি নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মাণ করব। যতরকম অভাব অভিযোগ এবং প্রত্যাশা পূরণে কাজ করব। আপনারা আমাকে একবার সুযোগ দেন আপনাদের সেবা করার।
এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন দলমত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনেও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে কাজ করার আহ্বান করেন।
লিফলেট বিতরণ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন-উর রশিদ ট্রুম্যান, সদস্য সচিব মোঃ রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, তরিকুল ইসলাম কায়েদ, এনামুল হক, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষকদল, মহিলা দল, জিয়া পরিষদ, জিয়া মঞ্চসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.