নিজস্ব প্রতিবেদক,
দৈনিক ভোলাটাইমস্:: গত ৩ জানুয়ারি রোজ শনিবার নিউ ইয়র্কের উডসাইড এলাকায় গুলশান টেরেসে ভোলা ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব ইউএসএ, ইনক.–এর অভিষেক অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সংগঠনের সদস্যদের পরিচিতি সভার পাশাপাশি এক মনোজ্ঞ সাংস্কৃতিক ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার, ডিস্ট্রিক্ট–৩৮, জেনিফার রাজকুমার (Jennifer Rajkumar) এবং বিশিষ্ট আইনজীবী এলিজাবেথ এম. বার্না (Elizabeth M. Barna), অ্যাটর্নি অ্যাট ল।

অনুষ্ঠানে ২০২৬ ও ২০২৭ মেয়াদের জন্য গঠিত নতুন কমিটির দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে জে.এফ.এম. রাসেল এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ মাসুমকে দায়িত্ব প্রদান করা হয়।
এই বর্ণাঢ্য অনুষ্ঠানে নিউ ইয়র্কসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ভোলার দুই থেকে তিন শতাধিক প্রবাসী উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়া এ আয়োজন প্রবাসে ভোলাবাসীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করেছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.