এম এ মান্নান।।
দৈনিক ভোলাটাইমস্:: দৌলতখান মধ্য বাজার ব্যবসায়ী সমিতির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) মধ্যবাজারে অবস্থিত এইচ এম মার্কেট চত্বরে এক মনোরম পরিবেশে রাত ৯ টা থেকে ১১ টা পর্যন্ত পরিচিতি পর্ব শেষে মতবিনিময় চলমান থাকে।
মাওলানা শফিকুল ইসলাম এর কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম আরম্ভ হয়। দপ্তর সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিনের সঞ্চালনায় সমিতির সভাপতি মোঃ ফিরোজ স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সেক্রেটারি মোহাম্মদ ফজলে রাব্বি সাগর, সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, সংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল আমিন এবং আব্দুর রহমান জুয়েল।
এ সময় সমিতির সভাপতি মোঃ ফিরোজ বলেন, আমরা কারো প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী হতে সংঠন গঠন করিনি। সত্যের পথে জন কল্যানে ব্যবসায়িকদেরকে একত্রিত ও সুসংগঠিত রাখা এবং সবার অধিকার রক্ষা করাই হবে আমাদের কাজ।
সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সাগর বলেন, ব্যবসায়ে অধিকার রক্ষা ও ব্যবসায়ীদের সুখে-দুখে এই সমিতি সবসময় পাশে থাকবো। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে বাজার ও পরিবেশকে স্বাভাবিক অবস্থায় ফিরে আনা আমাদের কাজ।
সভা শেষে সমিতির সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথি বৃন্দকে আপ্যায়ন করানো হয়।
এরপূর্বে ২১ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে দুপুর একটা পর্যন্ত সমিতির অস্থায়ী কার্যালয়ে ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট শেষে ফলাফলের ভিত্তিতে বিকালে সমিতির কার্যালয়ে এক সাধারণ সভায় সবর্সম্মতিক্রমে কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
এ সময় মো ফিরোজ কে সভাপতি এবং ফজলে রাব্বি সাগর কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয়।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে যারা আছেন তারা হলেন যথাক্রমে- সিনিয়র সহসভাপতি মোঃ জসিম উদ্দিন (প্রোপাইটর রিয়া কসমেটিক), সহ-সভাপতি মোঃ অলিউল্লাহ (আদর্শ গার্মেন্টস),
সহ-সাধারণ সম্পাদক মোঃ হাসান (প্রোপাইটর হাসান গার্মেন্টস), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমিন (প্রোপাইটর আলামিন কসমেটিক্স), সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাহা উদ্দিন, সহ-সাংগঠনিক মোঃ রুবেল ( রুবেল ফাস্ট ফুড), প্রচার সম্পাদক মোঃ রাসেল (প্রোপাইটর এরাবিয়ান টেইলার্স) এবং কোষাধক্ষ্য মোঃ শফিক (প্রোপাইটর শফিক হুশিয়ারী)।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- [email protected], মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.