জামাল খান,
দৈনিক ভোলা টাইমস::দৌলতখানে ১টি বিদেশী পিস্তল ৪ রাউন্ড গুলি সহ এক সন্ত্রাসীকে আটক করেছে দৌলতখান থানা পুলিশ।
শুক্রবার(১১ অক্টোবর)দুপুর ২টায় দৌলতখান থানাধীন এক গোপন সংবাদের মাধ্যমে থানা পুলিশ হাজির হয়ে একটি বিদশী পিস্তল ৪ রাউন্ড গুলি,একটি মেগাজিন সহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
জানাযায়,পিস্তল ও গুলি সহ আটক কৃত সন্ত্রাস মাসুম বিল্লাহ/রাসেল(৩৫)দক্ষিন জয়নগর ১ নং ওয়ার্ডের হাদিস মালতিয়ার ছেলে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত (ওসি)মোঃজিল্লুর রহমান সাংবাদিকদের এক ব্রিফিং এ বলেন,আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি দক্ষিন জয়নগর ইউনিয়নের ১নং ওয়ার্রডে কালু হাওলাদারের দোকানে পাশের রাস্তায় একদল সন্ত্রাসী অস্র সহ অবস্থান নেয়,সংবাদ পেয়ে তৎক্ষনিক সংগীয় ফোর্স নিয়ে হাজির হলে সন্ত্রাসীরা আমাদেরকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মাসুম বিল্লাহ(রাসেল ) নামের এক সন্ত্রাসীকে আটক করে থানায় নিয়ে আশি।সে বর্তমানে দৌলতখান থানার পুলিশের হেফাজতে রয়েছে।
তার বিরুদ্ধে অস্র আইনে মামলা প্রক্রিয়াধীন।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.