দৌলতখান প্রতিনিধি,
দৈনিক ভোলা টাইমস্ :: পহেলা নভেম্বর-২০২৫ থেকে ৩০ শে জুন-২০২৬ পর্যন্ত নদীতে জাটকা সহ সব ধরনের ছোট মাছ ধরা নিষেধাজ্ঞা দিয়েছেন সরকার। আট মাস মাছ ধরা নিষেধাজ্ঞা দিয়ে মৎস্য অফিসার মনজ কুমার এক বিবৃতিতে জেলদের সুবিধার কথা জানিয়েছেন এবং মাইকে এলাউন্স করে দিয়েছেন আট মাসে নিবন্ধিত জেলেদের জন্য ৪০কেজি করে চাউল বরাদ্ধ রয়েছে ও আরো অন্যান্য সুযোগ-সুবিধা সহ এই বরাদ্ধকৃত চাউল আট মাসে চার বার দেওয়া হবে।জেলেরা এ সুযোগ-সুবিধা পাওয়ার পর নিষেধাজ্ঞা অমান্য করলে পাঁচ হাজার থেকে একলক্ষ টাকা পর্যন্ত জরিমানা ও ১ মাস থেকে ৩ বছর পর্যন্ত জেল-জরিমানা দেওয়ার আইন রয়েছে বলে জানান। তথ্য অনুযায়ী দেখা যায় জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে সব ধরনের অবৈধ জাল দিয়ে নদীতে মাছে শিকার করছে।কোষাণ জাল,মশারি জাল,রিং জাল এবং কারেন্ট জাল, এমনকি বেরজাল যা মৎস্য সম্পদ ধ্বংস করে দেয়।

দৌলতখান মৎস্য অফিসের নেই কোন তৎপরতা এবং এর বিরুদ্ধে নেই কোন অভিযান ধ্বংস হচ্ছে মৎস্য সম্পদ।সরকারি সব সুবিধা পাওয়ার পর জেলেরা কেন আইন মানেনা ও নদীতে কেন অবৈধ জালের বিরুদ্ধে অভিযান নেই এব্যাপারে দৌলতখান অতিরিক্ত সিনিয়র মৎস্য অফিসার মনজ কুমার এর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন,আমরা অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম তাই অভিযান পরিচালনা করতে পারিনি,তবে খুব শিঘ্রই অভিযান পরিচালনা করে অবৈধ জাল ধ্বংস করে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.