জামাল খান, ভোলা টাইমস
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় আজ১৮(নভেম্বর)রোজ সোমবার সকাল ৯:০০টায় জাটকা সংরক্ষণের উপর একটি ঘাট সভা অনুষ্ঠিত হয়। এবং জেলে নিবন্ধণ/ হালনাগাদ কার্যক্রমের সভায় দৌলতখান সিনিয়র মৎস্য অফিসার মাহফুজুল হাছনাইন এর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত প্রকল্প পরিচালক মহোদয়, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা, ভোলা, লেফটেন্যান্ট কমান্ডার,বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড প্রতিনিধি, দৌলতখান উপজেলা বিএনপির সম্বয়ক মোঃআকবর হোসেন হাওলাদার,বশির মেম্বার,জাকির হোসেন বাবুল,কামাল কাজী,টপি আরো অন্যান্য নেতৃবৃন্দ,মৎস্যজীবী প্রতিনিধি, আড়তদার এবং মৎস্যজীবী গন উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- [email protected], মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.