
দৌলতখান প্রতিনিধি, ভোলা টাইমস
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা:গড়বে আগামীর শুদ্ধতার শীর্ষক,এই স্লোগানের মধ্য দিয়ে দৌলতখানে উদযাপিত হয়েছে আন্তর্যাতিক দুর্নীতি দিবস-২০২৫।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর)সকাল ১০টায় দৌলতখান প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন করেন।মানববন্ধন শেষে উপজেলা অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দোলতখান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.ওবায়দুল হক,এবং দৌলতখান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবুল খায়ের এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা কমিশানার(ভূমি) শাওন মজুমদার,এস আই হায়দার,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার,সাবেক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি স-ম ফারুক,উপজেলা যুবউন্নয় কর্মকর্তা মিজানুর রহমান সহ সাংবাদিক বৃন্দ ও স্কুল-কলেজ শিক্ষক-শিক্ষার্থী,রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেনীর লোক উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন।
এসময় বক্তারা বলেন,দেশে দুর্নীতি করবনা দুর্নীতি হতে দেবনা।আমরা প্রত্যেকটি প্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ করব।স্কুল-কলেজ,মাদ্রাসার সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন,তারা দেশের ভবিষ্যৎ তাদেরও এখন থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে কারণ দুর্নীতি দেশকে ধ্বংস করে দেয়।দেশে দুর্নীতি বন্ধ না হলে দেশ উন্নত হবে না।অফিস-আদালত,শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি বন্ধ করার আহবান জানিয়েছেন।
দেশকে ভালবেসে আপনার-আমার অফিস দুর্নীতি মুক্ত করার দায়িত্ব নিজেদেরকে নিতে হবে,তা কথায় নয় কাজে প্রমান করাতে হব।
