ভোলা টাইমস্ ডেক্স:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রবাসীদের প্রায় ৩০ হাজার ব্যালট বাংলাদেশে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বুধবার নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। এতে বলা হয়, প্রবাসীদের ঠিকানায় ব্যালট পৌঁছেছে এখন পর্যন্ত ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি। ভোটার ব্যালট গ্রহণ করেছেন ৪ লাখ ৯৯ হাজার ৩২৮ আর ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন। এর মধ্যে দেশে পোস্টাল ব্যালট ফেরত পাঠাতে ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৫৭৯ টি ব্যালট। আর বাংলাদেশে পৌঁছেছে ২৯ হাজার ৭২৮টি ভোট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.