
নিজস্ব প্রতিবেদক
দৈনিক ভোলাটাইমস্ ::
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, রাস্ট্র জনগনের কাছে ফিরিয়ে দিতে হবে, নির্বাচনের মাধ্যমে রাস্ট জনগন ফিরে পাবে। যারা ভোটের বিলম্ব করতে চায় তারা জনগনের কাছে ব্যালট পেপার দিতে চায় না।আমরা তাদের কে সতর্ক ও সাবধান করতে চাই, জনগনকে ঘুমন্ত রেখে রাষ্ট্রের মালিকানা কুক্ষিগত করার চেষ্টা করবেন না। দেশের সকল সংকটের সমাধান হচ্ছে একমাত্র জাতীয় নির্বাচন।
আজ সোমবার দুপুরে ভোলায় কালীনাথ রায়ের বাজার এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা,অবনতীশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভোলা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে দলটির নেতাকর্মীরা মিছিল নিয়ে একে একে জড়ো হতে থাকে। পুরো এলাকা জন সমুদ্রে পরিনত হয়।
তিনি বলেন,এই জাতীয় নির্বাচনে জনগন যাতে অবাধে ভোট দিতে পারে তার জন্য সংস্কার প্রয়োজন।আমাদের নেতাকর্মী ও তারেক রহমান আমরা শর্ত দিয়েছি অবাধ নির্বাচনের জন্য যে জরুরি সংস্কার, অবিলম্বে তা করতে হবে।বরংচ তা করতে যদি বিলম্ব হয় তাহলে আমরা আমাদের কন্ঠস্বরকে কঠিন করবো।আমরা এ সংস্কারের বিলম্বকে বরদাস্ত করবো না।
এসময় তিনি আরো বলেন,আজ বাংলাদেশে এমন পরিস্থিতিতে হাসিনা পালিয়ে গিয়েছে আমাদের এখন জনগন কে রাষ্ট্র ক্ষমতায় যুক্ত করতে হবে।রাষ্ট্রের মালিক জনগন যত দ্রুত সম্ভব তাদের হাতে রাষ্ট্র বুঝিয়ে দিতে হবে।শেখ হাসিনা মনে করতো রাষ্ট্রের মালিক সে আর তার পরিবার।আমরা মনে করি রাষ্ট্রের মালিক হচ্ছে জনগন।অতএব রাষ্ট্রের মালিকদের কে অতিদ্রুত রাষ্ট্র বুঝিয়ে দিতে হবে।যত দ্রুত রাষ্ট্রের মালিকদের কাছে আমি ব্যালট পেপার পৌঁছে দিবো তত দ্রুত রাষ্ট্রের মালিকদের কাছে আমি রাষ্ট্র পৌঁছে দিতে পারবো।
জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য হাফেজ ইব্রাহিম, বিশেষ অতিথি হিসেবে বরিশাল বিভাগ বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন সহ আরো অনেকে।
এ সময় জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম এর সঞ্চালনায় দলটির জেলা ও বিভিন্ন উপজেলার অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।