চরফ্যাশন প্রতিনিধি।।
দৈনিক ভোলাটাইমস্ ::দুলারহাট প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টার দিকে দুলারহাট প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন স্বাধীন সাবলীল ভাষায় কথা বলতে ও প্রকাশ করতে মিডিয়ার কোন বিকল্প নেই। অস্ত্রের চাইতে লিখণির শক্তিতপ জনগনের ভাষা ও মনের গহিনে লুকানো ভাষা প্রকাশ করাই সাংবাদিকতা। সাংবাদিক তার নিজের কথা লিখবে যা একান্তই নিজের যদি সেটা অবহেলিত জনগোষ্ঠীকে ফুটিয়ে তোলা যায় তবে সার্থক হবো আমরা। জনগনের দু:খ দুর্দশা লাঘবে সঠিক ন্যায় বিচারের মুখোমুখি করতে সাংবাদিকতার মুখ্য ভুমিকা থাকবে প্রত্যাশা করেছেন বক্তারা।
পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, দুলারহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহাবুদ্দিন, সাধারন সম্পাদক একে এম গিয়াস উদ্দিন (বাচ্চু), সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ জামাল উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ মেজবাহ রবিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ সৌরব,সদস্য একে এম মাহাতাবউদ্দিন মোঃ বাবুল প্রমুখ।
বক্তারা আরো বলেন সাংবাদিকদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে বস্তুনিষ্ঠ ও জনবান্ধব সংবাদ প্রকাশ করতে হবে।দল মতের ঊর্ধ্বে থেকে প্রকৃত কলমযোদ্ধা হিসেবে নিজেকে নিয়োজিত রাখাই হবে একজন সাংবাদিকের নৈতিক দায়িত্ব। যেকোনো সমস্যা কিংবা যেকোনো অপরাধ তুলে ধরবে লেখনীর মাধ্যমে।
পরিচিতি সভার সভাপতিত্ব করেন, দুলারহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহাবুদ্দিন, সঞ্চালনা করেন দুলারহাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জামাল উদ্দিন ও পবিত্র কুরআন তেলওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোস্তাফিজুর রহমান।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- [email protected], মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.