
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী ও ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যানের এই সাক্ষাৎ হয়েছে।
নেপালের রাষ্ট্রদূত প্রথমে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে ভুটানের রাদুই রাষ্ট্রদূত নিজ নিজ দেশের সঙ্গে বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক কীভাবে উন্নয়ন করা যায়, সহযোগিতার ক্ষেত্রে সম্প্রসারণ করা যায়, সেই বিষয়ে আলোচনা করেছেন বলে বিএনপি নেতারা বলছেন। ষ্ট্রদূত দেখা করেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.