মোঃ আব্দুর রহমান হেলাল ।। ভোলা টাইমস্
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে এক সময়োপযোগী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১১টা ৩০ মিনিটে চরনোয়াবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় চরনোয়াবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা ও চরনোয়াবাদ মুসলিম হাই স্কুলের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। তরুণদের দায়িত্ব, দেশের প্রতি কর্তব্যবোধ এবং উন্নত ভবিষ্যৎ নির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরতে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত এই আলোচনা।
স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের কর্মকর্তা মোঃ শাহ আব্দুর রহিম নুরুন্নবী।
অনুষ্ঠানের প্রধান অতিথি গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল তাঁর বক্তব্যে বলেন, “তারুণ্যের শক্তিই পারে দেশকে বদলে দিতে। জ্ঞান, নৈতিকতা ও ইতিবাচক চিন্তাধারায় সজ্জিত তরুণরাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে।”
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার সাফাতুল ইসলাম, চরনোয়াবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ লোকমান হোসেন এবং ক্যাব ভোলা জেলা সভাপতি মোঃ সুলাইমান।
আলোচনা সভায় বক্তারা আধুনিক জ্ঞান, প্রযুক্তি, সুশিক্ষা ও নৈতিকতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন। তরুণ প্রজন্মকে সৎ, আদর্শবান, দায়িত্বশীল ও দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে, তাদের স্বপ্ন ও লক্ষ্যকে আরও দৃঢ় করে তুলেছে বলে জানান আয়োজকরা।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.