ভোলা টাইমস্ ডেক্স

বিপিএলের চলতি আসরের ২৯তম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের আফগান তরুণ ইসাখিলের সেঞ্চুরি জবাবে সেঞ্চুরি করে রংপুর রাইডার্সের জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হয়েছেন তাওহীদ হৃদয়। হাসান ইসাখিল বিপিএলের নতুন দল নোয়াখালীর হয়ে মাত্র ৩ ম্যাচ খেলে ১৮টি ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েন। তার সেঞ্চুরিময় রেকর্ড গড়া ম্যাচেও জয় পায়নি নোয়াখালী।
হাসান ইসাখিলের সেঞ্চুরির জবাবে সেঞ্চুরি করে রংপুর রাইডার্সের জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হন বাংলাদেশ দলের তারকা ব্যাটসম্যান তাওহীদ হৃদয়।
হাসান ইসাখিল বিপিএলের চলতি আসরে অভিষেক ম্যাচেই দুর্দান্ত ব্যাটিংয়ে আলোচনায় চলে আসেন। গত ১১ জানুয়ারি সিলেট স্টেডিয়ামে বিপিএল অভিষেকে ৬০ বলে৫টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৯২ রানের ইনিংস খেলেন আলোচনায় চলে আসেন ইসাখিল। সিলেট থেকে ঢাকায় ফিরে নিজের দ্বিতীয় ম্যাচে ইসাখিল আউট হন ২৫ রান করে।
আজ রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে হাসান ইসাখিল নোয়াখালীর হয়ে ওপেন করতে নেমে ৭২ বলে ৪টি চার আর ১১টি ছক্কার সাহায্যে ১০৭ রানের অনবদ্য ইনিংস খেলেন। নোয়াখালীর হয়ে মাত্র ৩ ম্যাচে ১৮টি ছক্কার রেকর্ড গড়েন ইসাখিল। তার রেকর্ড গড়া ম্যাচে জয় পায়নি নোয়াখালী।
তাওহীদ হৃদয়ের ৬২ বলের দুই ছক্কা আর ১৫টি বাউন্ডারির সাহায্যে সাজানো ১০৯ রানের অনবদ্য ইনিংসে ভর করে ২ বল হাতে রেখেই নোয়াখালীর বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয় পায় রংপুর রাইডার্স।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.