

চপল রায়,
দৈনিক ভোলা টাইমস::
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর নির্দেশনায় তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপি’র আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ (সোমবার) উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মহিবুল্ল্যাহ নাগর এর বাড়ির দরজার মাঠ প্রাঙ্গনে ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপি’র সভাপতি একেএম মহিউদ্দিন জুলফিকার এর সভাপতিত্বে সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান ও মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর সু-স্বাস্থ্য কামনায় এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু প্রমূখ।