
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-২ (দৌলতখান ও বোরহানউদ্দিন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিমের পক্ষে ঢাকায় লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকায় কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন শ্রেণী–পেশার ভোলা-২ আসনের ভোটারদের হাতে লিফলেট বিতরণ করে হাফিজ ইব্রাহিমের প্রতি সমর্থন দেওয়ার আহ্বান জানান নেতাকর্মীরা। লিফলেট বিতরণ শেষে তেজগাঁও ট্রাক ড্রাইভার ইউনিয়ন অফিসের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তৃতা দেন বোরহানউদ্দিন উপজেলা যুবদলের ১নং সদস্য ও বড় মানিকা ইউনিয়ন যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন হাওলাদার, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী মোহাম্মদ ইলিয়াস এবং বাংলাদেশ ট্রাক ড্রাইভার ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
এ সময় ঢাকা-১২ আসনের বিএনপি প্রার্থী সাইফুল আলম নিরবের পক্ষেও ভোট প্রার্থনা করেন নেতাকর্মীরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বড় মানিকা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মহিউদ্দিন নান্টু, সহ-সাধারণ সম্পাদক ইমন মৃধা, যুবদল নেতা রিপন মোল্লা, হুমায়ুন কবিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্য নেতাকর্মীরা।
