

দৈনিক ভোলাটাইমস্ ::সম্প্রতি আলোচিত টিকটক তারকা মামুন, যিনি নারী পাচার, মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত বলে লায়লা অভিযোগ করেছেন, সম্প্রতি তার পুরানো এক বিস্ফোরক সাক্ষাৎকার আবারো সামনে এসেছে। পুরানো সেই সাক্ষাৎকারে মামুন বলেন, সাবেক ডিবি কর্মকর্তা হারুন তার প্রভাব খাটিয়ে যাদের পছন্দ করতেন, তাদের সুবিধা দিতেন। এই পুরো প্রক্রিয়ার সঙ্গে ছিলেন লায়লা। মামুন জানান, “লায়লা ছিল তার বিশ্বাসভাজন, কিন্তু সে-ই আমাকে প্রতারণার ফাঁদে ফেলেছে।”
মামুনের অভিযোগ, “ডিবি হারুণ আমাকে ডেকে নিয়ে বলেছিলেন, ‘তুমি ডিবি অফিসে আসো, তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ কথা আছে।’ এরপর বুঝতে পারি, আমি একটা পরিকল্পিত ফাঁদে পড়েছি।” তিনি আরও জানান, গুলশানের একটি বাড়িতে লায়লা ও হারুণ একাধিকবার দেখা করতেন এবং সেখানে মদপানের ঘটনাও ঘটেছে।
মামুন বলেন, “ডিবি হারুণের যে মেয়েটি ভালো লাগত, লায়লা সেটা ম্যানেজ করে দিত। এসবই ছিল প্রভাব-প্রতিপত্তি এবং ব্যক্তিস্বার্থে গড়া একটি চক্রের অংশ।” তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “আমি এখন ভয় পাচ্ছি। বুঝতে পারছি না, কীভাবে এই ফাঁদ থেকে বের হবো। আপনারা সবাই দয়া করে আমাকে সাহায্য করুন।”
এদিকে, মামুনের এই পুরানো বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনরা আগের ঘটনায় মামুনের অভিযোগ ও সম্প্রতি মামুনকে নিয়ে লায়লার অভিযোগগুলো আবার খুঁজে দেখছেন, এবং অনেকেই তার বিরুদ্ধে নতুন দৃষ্টিকোণ থেকে সমালোচনা করছেন।