

দৈনিক ভোলা টাইমস:: ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে, ভোলা জেলার চরফ্যাশন থানাধীন চরফ্যাশন পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ চরফ্যাশন পোলগোড়া থেকে আদালত ভবনে যাওয়ার পথে সুফিয়ান হাজির ২তলা বিশিষ্ট বসত বাড়ী উত্তর পার্শ্বের পাকা রাস্তার উপর থেকে ২০০(দুইশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
ইং ১০-০৪-২০২৫ তারিখ ০০.৩৫ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার এসআই (নিঃ)/নাজমুল হাসান সংঙ্গীয় অফিসার ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা জেলার চরফ্যাশন থানাধীন চরফ্যাশন পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ চরফ্যাশন পোলগোড়া থেকে আদালত ভবনে যাওয়ার পথে সুফিয়ান হাজির ০২তলা বিশিষ্ট বসত বাড়ী উত্তর পার্শ্বের পাকা রাস্তার উপর থেকে ১। মোঃ মিরাজ (২৮), পিতা-মোঃ জাহাঙ্গির, মাতা-মোসাঃ কদভানু, ২। মোঃ সুমন (২৯), পিতা-আঃ হাসেম, মাতা-মোর্শেদা বেগম, উভয় সাং-চরমাদ্রাজ ৩নং ওয়ার্ড, ৩। মোঃ হারুন (৪৫), পিতা-শাজাহান হাওলাদার, মাতা-আনোয়ারা বেগম, সাং-চরআফজাল ১নং ওয়ার্ড, মাদ্রাজ ইউপি, সর্ব থানা-চরফ্যাশন, জেলা-ভোলাদের নিকট হইতে ২০০(দুইশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন