মনির || ভোলা টাইমস্
ভোলায় সরকারের পক্ষ থেকে জেলেদের জন্য যে বরাদ্দ রয়েছেন,সেই বরাদ্দ থেকেই বেশীরভাগই বেদে সম্প্রদায় জেলে বঞ্চিত হচ্ছে বলে ধারণা করছেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্য সমিতি।
বেদে সম্প্রদায় জেলেদের সরকারের বিভিন্ন সুযোগ সুবিধায় অন্তর্ভুক্ত করার জন্য, ভোলার ক্ষুদ্র মৎস্য সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুনের প্রচেষ্টায়,জেলা প্রশাসকের পক্ষ থেকে বেদে সম্প্রদায়ের ৩৪০টি পরিবারের মধ্যে চাউল বিতরণ করা হয়।
গত শনিবার থেকে শুরু করে ভোলার বিভিন্ন ইউনিয়নের বেদে সম্প্রদায় জেলে সহ, ইলিশা তুলাতুলী মাছ ঘাটের পাশে ৩০ বেদে সম্প্রদায় জেলেদের মধ্যে বিতরণের মাধ্যমে এই বরাদ্দকৃত চাউল শেষ হয়।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.