মোঃ ইলিয়াস,
দৈনিক ভোলাটাইমস্ :: ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরি মুকরি ইউনিয়নে ৪০০ জেলেদের মাঝে চাল বিতরন হয়। সকাল ১০ টায় চর কুকরি মুকরি ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরন করা হয়। জেলেদের সাথে কথা বলে জানা যায়,পূর্বে তারা এ চাল পাওয়া থেকে অনেক বৈষম্যের শিকার হয়েছেন। আওয়ামী লীগের আমলে জেলেদের মাঝে চাল দেওয়া হয়ে থাকলেও জেলেরা চাল না পেয়ে চাল পেতেন দলীয় নেতাকর্মী এবং অর্থের বিনিময় অনেককে চাল দেয়া হয়েছে, এবার জেলেরা চাল পেয়ে বেশ খুশি। এজন্য তারা ডক্টর ইউনুস সরকারকে ধন্যবাদ জানান। চাল বিতরণের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত দায়িত্ববান অফিসার আশীষ কুমার এবং স্থানীয় বিএনপি নেতা জাহাঙ্গীর হাওলাদার, মাতুব্বর শাসসু, হাকিম চৌকিদার, ফোরকান হাওলাদার, রমিজ হাওলাদার ও বিভিন্ন নেতাকর্মী।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.