ভোলা জেলার চর কুকরি মুকরি ইউনিয়নে ইয়াবাসহ সব ধরনের মাদক নির্মূলের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মাদকবিরোধী এই মিছিল বের করেন স্থানীয় জনসাধারণ। এতে বিভিন্ন বয়সী শতাধিক মানুষ অংশ নেন।
বিক্ষোভকারীরা জানান, অঞ্চলে ইয়াবা ও অন্যান্য মাদকের বিস্তার ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে। এতে যুবসমাজ ধ্বংসের পথে হাঁটছে এবং সামাজিক নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।
তারা বলেন, “মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। চর কুকরি মুকরি ইউনিয়নে মাদককে কোনোভাবেই স্থান দেওয়া হবে না।”
বক্তারা আরও বলেন, পরিবার–সমাজ রক্ষায় সচেতনতা বাড়ানো এবং প্রশাসনের নিয়মিত অভিযান চালানো সময়ের দাবি। তারা প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও যুবসমাজকে মাদকবিরোধী এই আন্দোলনে একযোগে কাজ করার আহ্বান জানান।
মাদকবিরোধী এ বিক্ষোভে এলাকার সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণে ইতিবাচক সাড়া তৈরি হয়েছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এই ধরনের উদ্যোগ চলমান থাকলে চর কুকরি মুকরি দ্রুতই একটি মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে উঠবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.