নিজস্ব প্রতিবেদক চরফ্যাশন, ভোলা টাইমস্ ।।
ভোলা জেলার চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘুষ বাণিজ্য চলছে প্রকাশ্যে—এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে বেঞ্চ সহকারী আবু ইউসুফের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, টাকা ছাড়া আদালতের কোনো নথিপত্র, জামিনের কাগজ বা মামলার নকল পাওয়া যায় না।
স্থানীয়দের অভিযোগ, আদালতে বাদী বা বিবাদী—যেই হোন না কেন, একটি মামলার নকল বা ফটোকপি নিতে গেলে পেশকার (বেঞ্চ সহকারী)কে দিতে হয় ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। স্বেচ্ছায় হাজির হওয়া কিংবা কারাবন্দি আসামিদের জামিন আবেদন জমা দিতে গেলে উকিল সহকারীর মাধ্যমে দিতে হয় ২০০ টাকা, আর জামিন মঞ্জুর হওয়ার পর রিকল আনতে দিতে হয় ৫০০ টাকা পর্যন্ত।
আদালতে আসা সেবা প্রার্থীদের অভিযোগ, আদালত কর্তৃক জামিন দেওয়ার পরও আসামিকে বেঞ্চ সহকারীর ঘরে গুনতে হয় হাজার হাজার টাকা। টাকা না দিলে জামিনপ্রাপ্ত আসামিদের ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয়। এই ঘুষ ছাড়া কোনো নথি হাতে আসে না বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
এক আসামির আত্মীয় বলেন—জামিন হয়ে গেছে, কিন্তু কাগজ হাতে পেতে বিকেল গড়িয়ে যায়। টাকা না দিলে তারা ফাইল এগোয় না।
স্থানীয়দের প্রশ্ন—এই বিপুল ঘুষ বাণিজ্যের টাকা কোথায় যায়? তথ্যসূত্রে জানা গেছে, আদালতের একজন বেঞ্চ সহকারীর সরকারি বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা পর্যন্ত। কিন্তু আবু ইউসুফের মাসিক অবৈধ আয় ২ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত বলে অভিযোগ উঠেছে।
গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্থানীয় সংবাদকর্মীরা আদালত প্রাঙ্গণে সরজমিনে পর্যবেক্ষণ করেন। তাদের উপস্থিতিতে আদালতের বিভিন্ন স্থানে আসামি ও আইনজীবী সহকারি সহ আদালতে আসা সাধারণ মানুষ সড়জমিনে বেঞ্চ সহকারীকে টাকা দিতে দেখা যায়।
আদালত প্রাঙ্গণে আসা ভুক্তভোগীদের দাবি: তদন্ত হোক, বন্ধ হোক ঘুষের বাণিজ্য
চরফ্যাশন উপজেলার সাধারণ মানুষ দাবি করেছেন—এই ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হোক। তাদের মতে, আদালত হচ্ছে ন্যায়বিচারের শেষ আশ্রয়স্থল, সেখানে এমন ঘুষের সংস্কৃতি ন্যায়বিচারকে বাধাগ্রস্ত করছে। স্থানীয় জনপ্রতিনিধিরা মন্তব্য করে বলেন, চরফ্যাশন আদালতে ঘুষ বাণিজ্যের এই অভিযোগ সত্য হলে তা বিচার বিভাগের ভাবমূর্তির জন্য অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি নজরদারি ও তদন্ত প্রয়োজন।
এই বিষয়ে বেঞ্চ সহকারী আবু ইউসুফকে জিজ্ঞাসা করলে তিনি বক্তব্য দিতে নারাজ।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.