চরফ্যাশন প্রতিনিধি,
দৈনিক ভোলাটাইমস্ ::ভোলার চরফ্যাশনে মোটা চাউল বাষ্প পারবোলিং প্রক্রিয়ায় ব্যবহৃত মোটা ধান চাল ভাঙ্গা ও শুকানো হাসকিন মিল বিস্ফোরণ হয়ে চর মাদ্রাজ ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মনির মুন্সি নামের (৪০)এক ব্যক্তি আজ ভোর ৫টায় ঘটনাস্থলে মারা যায়। অপর আরো দুইজন গুরুতর দগ্ধ হলে তাৎক্ষণিক তাদেরকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়,চরফ্যাশনের চরমাদ্রাজ ২নং ওয়ার্ডে অবস্থিত মোটা ধান চাল প্রক্রিয়া করার হাসকিন মিলে ধান বাষ্প করে পারবোলিং প্রক্রিয়ায় সময়ে আজ শুক্রবার ভোরে হঠাৎ বিস্ফোরিত হলে এতে মনির মুন্সি মারা যায়।স্থানীয়রা জানিয়েছে দীর্ঘদিন যাবৎ এই হাসকিন মিলের মেশিনারিজ ক্রুটির কারনে হয়তো এটি বিস্ফোরণ হওয়ার কারন। ঘটনাস্থলে প্রশাসনের লোকজন পরিদর্শন করেছেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.