ভোলা প্রতিনিধি :
ভোলা সদর-১ আসনের ধানের শীষের প্রার্থী গোলাম নবী আলমগীরকে যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে একজন ভদ্র এমপি পাবেন। সৎ এমপি পাবেন এবং আপনার কোন প্রয়োজনে দেখা করতে চাইলে টোকেন দিয়ে বা কারো মাধ্যমে দেখা করা লাগবে না। মাধ্যম ছাড়াই আপনার প্রয়োজনে দেখা করতে চাইলে গোলাম নবী আলমগীরকে নির্বাচিত করবেন। একজন সৎ এবং ভোলার উন্নয়নে দূর্নীতিবাজ মুক্ত জনপ্রতিনিধি চাইলে ধানের শীষে ভোট দেওয়া আমাদের দায়িত্ব বলে মন্তব্য করেছেন জেলা জিয়া পরিষদের সদস্য সচিব মোঃ আকবর হোসেন।
সোমবার (১৭ নভেম্বর) বিকালে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন জিয়া পরিষদের আহ্বায়ক কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যতে একথা বলেন তিনি।
সাবেক এ ছাত্রনেতা বলেন, আমাদের নেতা আলমগীর হাজী ভদ্র মানুষ, আমরা ও ভদ্রতার রাজনীতি করি তবে ধানের শীষের বেলায় আমরা আপোষহীন। আমাদের লক্ষ্য উদ্দেশ্য আগামী সংসদ নির্বাচন ভোলা সদর আসন থেকে আলহাজ্ব গোলাম নবী আলমগীর কে বিপুল ভোটে নির্বাচিত করে ভোলার মানুষের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠানো। আকবর হোসেন উপস্থিত নেতাদের নির্দেশনা দিয়ে বলেন, আজ থেকে বাড়ীতে বাড়ীতে যাবেন, ধানের শীষের ভোট চাইবেন এবং আলহাজ্ব গোলাম নবী আলমগীর এর সালাম পৌঁছে দিবেন ঘরে ঘরে।আবদুল কাদের মনু মোল্লার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জিয়া পরিষদের জেলা যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম সোহাগ, কামরুল হাসান, মিলন হাওলাদার, আবদুল হালিম, কামরুল হাসান, পিন্স মাতাব্বর, আমির হোসেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.