মোঃ আব্দুর রহমান হেলাল,
দৈনিক ভোলা টাইমস্ :: আসন্ন বরিশাল বিভাগীয় মহাসমাবেশকে সফল ও শক্তিশালী করতে ভোলায় সমমনা আট দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের নিয়ে কৌশলগত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) বিকেল চারটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, নির্বাচনের পূর্বে গণভোটসহ পাঁচ দফা দাবি তুলে ধরে আগামী ২ ডিসেম্বর বরিশালের বেলস পার্কে বিশাল মহাসমাবেশ আহ্বান করা হয়েছে। এই মহাসমাবেশকে কেন্দ্র করে ভোলা জেলা জুড়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করা হয়েছে।

প্রতিটি উপজেলায় আট দলের যৌথ সমন্বয় কমিটি গঠন এবং গ্রাসরুট পর্যায়ে কর্মীদের প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয় সভায়। এদিকে সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে তিনজন করে প্রতিনিধি নিয়ে ইতোমধ্যে সদর উপজেলা প্রতিনিধি সম্মেলনের কার্যক্রম সম্পন্ন হয়েছে—যা মাঠের প্রস্তুতিকে আরও এগিয়ে নিয়েছে বলে জানান নেতারা। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভোলা-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের উত্তরের সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, মুফতি আব্দুল মোমিন, খেলাফত মজলিস ও খেলাফত আন্দোলনের বিভিন্ন নেতৃবৃন্দ। নেতারা বলেন, জনগণের অধিকার ও গণতান্ত্রিক দাবির পক্ষে ঐক্যবদ্ধ আট দলের আন্দোলন আরও শক্তিশালী হবে এবং আগামী বরিশাল মহাসমাবেশ এই আন্দোলনের মাইলফলক হিসেবে ভূমিকা রাখবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.