কুকরি মুকরি, ভোলা—
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোলা-৪ আসনের ১২ নং কুকরি মুকরি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক আয়োজিত এক প্রচারণা ও জনসংযোগ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুরুল ইসলাম নয়ন।
অনুষ্ঠানে চর ফ্যাশন, আইচা ও মাইনকা এলাকা থেকে আগত বিএনপির অসংখ্য দলীয় নেতাকর্মী অংশ নেন। তাদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

বক্তব্যে নুরুল ইসলাম নয়ন বলেন, তারা যদি নির্বাচনে বিজয়ী হন, তাহলে এলাকার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। মানুষের পাশে থাকা, বিপদে সহযোগিতা করা এবং প্রতিটি ঘরে ভাতার সুবিধা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি আরও বলেন, সমাজে বঞ্চিত নারীদের ক্ষমতায়ন ও উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, যারা আওয়ামী লীগ করতেন অর্থাৎ সাধারণ জনগণ—তাদের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন। তবে যারা অতীতে নির্মম অত্যাচার করেছেন, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে তিনি ঘোষণা করেন যে, “এই অঞ্চলে মাদকের কোনো স্থান নেই। মাদক ব্যবসায়ী যে-ই হোক, আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অনুষ্ঠান শেষে তিনি কুকরি মুকরির বিভিন্ন অঞ্চলসহ চর পাতিলা এলাকাও পরিদর্শন করেন এবং সেখানেও জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.