ভোলা টাইমস্ ডেক্স:
ভোলার বোরহানউদ্দিনে এক কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ চেষ্টায় এক প্রবাসীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ওই প্রবাসী উপজেলার কাচিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আবুল বশারের ছেলে মোঃ রায়হান (২৫) এ ঘটনায় ওই কলেজ ছাত্রী বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন ধমন আইন ২০০০ এর ৯ (৪) (খ) ধারায় মামলা দ্বায়ের করেছেন। মামলা নং-৩০। থানার মামলা সূত্রে যানা যায়, একই উপজেলার বোরহানউদ্দিন মহিলা কলেজের এক ছাত্রী ডুবাই প্রবাসী মোঃ রায়হানের সাথে গত ০৮ মাস পূবে সামাজিক যোগাযোগের মাধ্যমে উভয়ের মাধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায় দীর্ঘ দিন মোবাইল ভিডিওর মাধ্যমে যোগাযোগ ঘনিষ্টতায় রূপ নেয়। এর পর গত ৩০ ডিসেম্বর ২০২৫ প্রবাসী রায়হান দেশে এসে ওই কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে উপজেলার কয়েকটি হোটেল রেস্টুরেন্ট সহ বিভিন্ন যায়গায় ঘুরতে নিয়ে যায়। এক পর্যায়ে প্রবাসী রায়হান গত সোমবার রাতে ওই কলেজ ছাত্রীর চাচার বাসায় এসে তার চাচার পরিবারকে বিয়ের কথা বলে তাকে খবর দিয়ে এনে উভয়ের মধ্যে বিয়ের পরামর্শ করার এক ফাঁকে রাত গভীর হয়ে যায়। ওই প্রবাসী সেখানে রাত যাপন করার অনুরোধ করলে ছাত্রীর কাকার পরিবার তাকে একটি রুমে থাকতে দেয়। একপর্যায়ে সবাই ঘুমিয়ে পরলে ওই প্রবাসী কলেজ ছাত্রীর রুমে ঢুকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করলে ওই কলেজ ছাত্রীর চিৎকারে ঘরের লোকজন তাকে উদ্ধার করেন। পরে উপস্থিত সবাই প্রবাসীকে বিয়ের জন্য বললে ওই প্রবাসী দ্রুত পালিয়ে যায়। এরই ধারবাহিকতায় ওই কলেজ ছাত্রীর মঙ্গল বার (২০ জানুয়ারী ২০২৬ ইং) তারিখে থানায় একটি মামলা দায়ের করলে থানা পুলিশ অভিযান চালিয়ে ওই প্রবাসীকে আটক করে মঙ্গলবার সকালেই আদালতে প্রেরণ করেন। বোরহানউদ্দিন থানা ওসি. মো. মনিরুজ্জামান জানান, কলেজ ছাত্রীর এজাহার সূত্রে আসামী রায়হানকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্ত চলমান আছে। ছবি সংযুক্তঃ- ভোলার বোরহাউদ্দিনে ধর্ষণ চেষ্টায় আটক প্রবাসী রায়হান।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.