প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৫, ৯:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২৪, ১২:০৩ এ.এম
উল্টো রথ টানার মাধ্যমে ভোলায় শেষ হলো সনাতন ধর্মাবলম্বিদের বর্নাঢ্য রথযাত্রা উৎসব
![]()
এ.সি.ডি.অর্জুন,
সারা দেশে একযোগে(৭ জুলাই'২৪ রবিবার) সুরু হয়েছিলো সনাতন(হিন্দু) ধর্মাবলম্বিদের রথযাত্রা উৎসব। ৯ দিন ব্যাপী বর্নাঢ্য আয়োজন শেষে সোমবার(১৫ জুলাই'২৪) উল্টো রথের মাধ্যমে শেষ হলো রথযাত্রা উৎসব। সনাতন ধর্মাবলম্বিদের মতে শ্রী শ্রী জগন্নাথ, সুভদ্রা ও বলরাম দেবতা মাসি বাড়ি বেড়াতে যায় এবং এক সপ্তাহ বেড়ানোর পর নিজ গৃহে ফিরে যান। আর সেই উৎসবের নামই হলো রথযাত্রা উৎসব। বড় রথে চড়িয়ে হিন্দু নরনারী ভক্তরা দড়ি দিয়ে রথ টেনে পুরো ভোলা শহর প্রদক্ষিণ শেষে গন্তব্য স্থানে নিয়ে যান। এ সময় হাজার হাজার সনাতনী নরনারী কৃষ্ণ নাম ও উলুধ্বনী করতে থাকে এবং দেবতার উদ্দেশ্যে বিভিন্ন ফল রথে প্রদান করে। অন্যদিকে রথের ওপরে থাকা পুরোহিৎগণ ভক্তদের উদ্দেশ্যে জগন্নাৎ দেবের প্রসাদ স্বরুপ বিভিন্ন ফল ফলাদি বিতরণ করেন। ভোলা শহরের ইসকন মন্দির, মদনমোহন মন্দির ও লক্ষী নারায়ন মন্দির থেকে ৩ টি রথ বাজনা ও উলুধ্বনীর সাথে সাথে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করতে দেখা যায়।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- [email protected], মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.