
মোঃ বাবুল রানা,
দৈনিক ভোলা টাইমস্ :: ভোলা-১ আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আমার বাবা এই জনপদের অসংখ্য রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। আধুনিক ভোলার রুপকার। তিনি পৌরসভায় সোডিয়াম বাতি ব্যবহার করেছেন, আধুনিক বাসস্ট্যান্ড তৈরি করেছেন। সাধারণ মানুষের কাছে আমার বাবার জনপ্রিয়তা দেখে শত্রুর চোখে সহ্য হয়নি এজন্য বাবার নামে মিথ্যা মামলা করা হয়েছিল
বৃহস্পতিবার ( ২৯ জানুয়ারি) শিবপুর ইউনিয়নে রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ আরও বলেন, আমি নির্বাচিত হলে ভোলায় কোন চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলদার সন্ত্রাসীদের থাকতে দেয়া হবেনা। আমার মরহুম বাবা নাজিউর রহমান মঞ্জুর কোনদিন আপনাদের সাথে অন্যায় করেনি, আমিও করবোনা কথা দিলাম। আমি কোনো দলের একক প্রার্থী নয়, সংসদে গিয়ে ভোলা সদরের আপামর জনতার প্রতিনিধিত্ব করতে চাই। আপনারা আমার বাবার সাথে ছিলেন ঠকেন নাই, আমার সাথে থাকলেও ঠকবেন না। আমার বাবা মৃত্যুর আগে বলে গিয়েছে পার্থ আমার ভোলা ছাড়িস না, ভোলার মানুষকে ভালোবাসিস বাবাকে দেওয়া সেই প্রতিশ্রুতি অনুযায়ী আপনাদের মাঝে এসেছি। আপনারা আমাকে বাবার মতই গ্রহণ করেছেন।
আপনারা জানেন, ২০০৮ সালে আমার বাবা নাজিউর রহমান মঞ্জুর মৃত্যুর পর আমি যখন পাল ছাড়া ঘোড়ার মত হয়ে গিয়েছিলাম তখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে পরম মমতায় কাছে টেনে নিয়ে ভোলার মানুষের পাশে দাড়ানোর সুযোগ করে দিয়েছেন।
শিবপুর ইউনিয়ন বিজেপির সভাপতি মো. জাকির হাওলাদারের সঞ্চালনায় জনসভায় উপস্থিতি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, বিজেপি জেলা সেক্রেটারি মোতাছিম বিল্লাহ, সদর উপজেলা যুবদলের সদস্য সচিবসহ শিবপুর ইউনিয়ন বিএনপি ও বিজেপির নেতৃবৃন্দ প্রমূখ।
