
নিজস্ব প্রতিবেদক : অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাত ২টার দিকে কোস্ট গার্ড বেইজ ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলা সদর থানাধীন গাজিপুর সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে মো. ইকবাল হোসেন (৬৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, আটককৃত ব্যক্তি নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী হিসেবে পরিচিত।
পরবর্তীতে আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.