
স্টাফ রিপোর্টার,
দৈনিক ভোলা টাইমস্ ::সাংবাদিক নয় এমন ব্যাক্তিদের কে ভোলা প্রেসক্লাবের সদস্য করায় বর্তমান আহ্বায়ক কমিটির পদত্যাগের দাবিতে ভোলায় পেশাদার সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ৩ টায় ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার প্রায় অর্ধ শতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা অভিযোগ করে বলেন, সম্প্রতি ঘোষিত নতুন সদস্য তালিকা প্রকাশ এর ক্ষেত্রে ভোলা প্রেসক্লাবের গঠনতন্ত্র উপেক্ষা করা হয়েছে। এই তালিকায় পেশাদার ও দীর্ঘদিনের কর্মরত সাংবাদিকদের মতামত ও প্রতিনিধিত্ব প্রতিফলিত হয়নি। ফলে এই তালিকা সাংবাদিক সমাজে বিভক্তি সৃষ্টি করছে এবং ভোলা প্রেসক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনাম ক্ষুণ্ন করেছে।
বক্তারা আরোও বলেন, একটি ঐতিহ্যবাহী ও মর্যাদাসম্পন্ন সংগঠন হিসেবে ভোলা প্রেসক্লাবের নেতৃত্ব নির্ধারণে স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা ও পেশাদারিত্ব নিশ্চিত করা জরুরি। কিন্তু বর্তমান আহ্বায়ক কমিটি সেই মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে বিতর্কিত এই আহ্বায়ক কমিটি বাতিল করে সকল পেশাদার সাংবাদিকদের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য ও নির্বাচিত কমিটি গঠনের দাবি জানান। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, এসএ টিভির ভোলা প্রতিনিধি বিল্লাল হোসেন, গ্লোবাল টেলিভিশন এর ভোলা প্রতিনিধি অনিক আহমেদ, দৈনিক ঢাকা এর ভোলা প্রতিনিধি আব্দুল কাদের লিটন, দৈনিক নব চেতনা এর ভোলা প্রতিনিধি মোহাম্মদ আলী, দৈনিক মতবাদ এর ভোলা প্রতিনিধি জাকির হোসেন পারভেজ, দৈনিক সকালের সময় এর ভোলা প্রতিনিধি আশিকুর রহমান শান্ত, দৈনিক ভোরের চেতনা এর ভোলা প্রতিনিধি আরিফুল ইসলাম, দৈনিক প্রভাতী বাংলাদেশ এর ভোলা প্রতিনিধি এহসানুল হক ডালিম, দৈনিক বাংলাদেশ এক্সপ্রেস ভোলা প্রতিনিধি সোলায়মান মামুন, দৈনিক এ বাংলার ভোলা প্রতিনিধি মাকসুদুর রহমান, দৈনিক আলোর জগত এর ভোলা প্রতিনিধি মিলি সিকদার, ভোলা পোস্ট এর সিইও সোহেল রানা সহ মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
