
স্টাফ রিপোর্ট,
দৈনিক ভোলা টাইমস্ ::দৈনিক আজকের ভোলার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন এবং ভোলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক দুদকের পিপি অ্যাডভোকেট শাহদাত হোসেন শাহীন এর মমতাময়ী মাতা ইন্তেকাল করেছেন। রবিবার রাত ৯ টায় শহরের কালিবাড়ি রোডস্থ নিজস্ব বাস ভবনে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। তিনি দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
নিহতে পারিবারিক সুত্র জানায় আজ সকাল ৯ টায় কালিবাড়ি রোডের বিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে সকাল সাড়ে ১০ টায় পরাণগঞ্জ দাখিল মাদ্রাসা মাঠে তার দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন ও এ্যাডভোকেট শাহদাত হোসেন শাহীন এর মায়ের মৃত্যুতে ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি জুন্নু রায়হান, সাধারণ সম্পাদক এম. হেলাল উদ্দিনসহ সংগঠনের সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন এর মায়ের ইন্তেকালে দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হাসিব রহমান, প্রধান নির্বাহী সম্পাদক অমিতাভ অপু, দৈনিক ভোলার বাণী সম্পাদক হারুন অর রশিদ, দৈনিক ভোলা টাইমস সম্পাদক আলী জিন্নাহ রাজিব সহ সকল গণমাধ্যমকর্মী শোক জানিয়েছে।
