

স্টাফ রিপোর্টোর,
দৈনিক ভোলাটাইমস্ :: চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স থাকা স¦ত্বেও শিশু ও নারী রোগীকে ইনজেকশন ও স্যালাইন ও শিশু রুগীকে ক্যানলা পুষ করার অপরাধে আয়া জোসনা বেগমকে শোকজ ও তার বেতন ভাতা বন্ধ করে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আজ শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এতথ্য নিশ্চিত করা হয়েছে। জানাযায়, চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন নার্স থাকা স¦ত্বেও আয়া ও ঝাড়–দার দিয়ে চলছে শিশু কিশোর ও বয়স্কদের চিকিৎসা সেবার কার্যক্রম। গত মঙ্গলবার দুপুর চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে আয়া জোসনা বেগম ও আউট সোর্সিং রোকেয়া বেগমকে এক শিশু ও নারী রুগীর ক্যানলা, ইনজেকশন ও স্যালাইন পুষ করতে দেখা গেছে। এনিয়ে আজকের রূপান্তর ডটকম পত্রিকায় সাংবাদ প্রকাশ হলে নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ওই আয়া জোসনা বেগমকে শোকজ করে তার বেতন ভাতা বন্ধ করে দেয়া হয়েছে। উপজেলা পঃ পঃ স্বাস্থ কর্মকর্তা ডাঃ শোভন বসাক জানান, বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে আয়া জোসনা বেগমকে শোকজ করা হয়েছে। এবং পাশাপাশি তার বেতন ভাতাও বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।