

মোঃ ইলিয়াস,
দৈনিক ভোলাটাইমস্ ::
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার প্রত্যন্ত অঞ্চল চর কুকরি মুকরিতে অবস্থিত ইসলামিয়া দাখিল মাদ্রাসাটি বর্তমানে চরম অবহেলা ও অব্যবস্থাপনার মুখে পড়েছে। বহু বছর ধরে সংস্কার না হওয়ায় প্রতিষ্ঠানটির টিনের ছাউনি ভেঙে পড়েছে, প্রতিটি বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ক্লাসরুমে ঢুকে পড়ে। ফলে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে।
প্রতিদিন পানির মধ্যে দাঁড়িয়ে শিক্ষার্থীদের ক্লাস করতে হয়। কোথাও ছাউনি ভেঙে আছে, কোথাও আবার ছিদ্র দিয়ে বৃষ্টির পানি পড়ছে শ্রেণিকক্ষে। শিক্ষকরা বারবার নিজ উদ্যোগে ক্লাস চালিয়ে নেওয়ার চেষ্টা করলেও অনুপযুক্ত পরিবেশে তা সম্ভব হয়ে ওঠে না। ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ কমে যাচ্ছে, অনেকে নিয়মিত উপস্থিতিও নিশ্চিত করতে পারছে না।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অথচ এই প্রতিষ্ঠানটি বহু বছর ধরে চর অঞ্চলের শত শত শিক্ষার্থীকে প্রাথমিক থেকে দাখিল পর্যন্ত ধর্মীয় ও সাধারণ শিক্ষায় শিক্ষিত করে তুলছে।
অনেক সময় ক্লাস বাতিল করতে হয়। শিশুরা পানি মাড়িয়ে ক্লাস করতে চায় না। আমরা চাই, সরকারের সহযোগিতায় মাদ্রাসাটি দ্রুত সংস্কার হোক।”
স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের কাছে এলাকাবাসীর দাবি—চরাঞ্চলের এই প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানটির দ্রুত সংস্কার ও নতুন ভবন নির্মাণ করে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা হোক।