
কামরুন নাহার শীলা:
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় ভোলা জেলা ক্রীড়া অফিস এর ব্যবস্হাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসুচী ২০২৫-২৬ এর আওতায় (অনুর্ধ্ব-১৫) স্কুল ছাত্রদের নিয়ে ভলিবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। জেলার দৌলতখান উপজেলার চরগুমানী স্কুল এন্ড কলেজ মাঠে মঙ্গলবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। চরপাতা মাধ্যমিক বিদ্যালয় ও নিজাম হাসিনা মাধ্যমিক বিদ্যালয় ফাইনালে অংশ নেয়। প্রতিযোগীতাপূর্ন এ খেলায় চরপাতা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান শিরোপা অর্জন করে। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে দৌলতখান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: রকিবুল হাসান উপস্থিত থেকে পুরুস্কার তুলে দেন। জেলা ক্রীড়া কর্মকর্তা সাপাতুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চরগুমানী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন।
Write to দৈনিক ভোলা টাইমস নিউজরুম
