
ভোলা টাইমস্ ডেক্স:
ভোলায় পূর্ব শত্রুতার জের ধরে গৃহবধূসহ তিনজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ৩০ জানুয়ারি সকাল সকাল সাড়ে দশটার দিকে ভোলা পৌর কাঠালি ১নং ওয়ার্ড মনির মেম্বার বাড়ি সংলগ্ন নয়া বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার অভিযোগ করে বলেন পূর্ব শত্রুতার জের ও সামান্য কথাবার্তা কাটাকাটি কি কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা পৌরসভায় কর্মরত গিয়াসউদ্দিনের নেতৃত্বে আবু তাহের, শাকিব, স্বপন, আকলিমা ও বিউটি সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। অভিযুক্তরা লাঠিসোঁটা ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে তিনজন নারীকে বেধড়ক মারধর করেন। এতে হামলার শিকার হয়েছন — শারমিন, শাহিনুর বেগম ও পারভিন বেগম। আহতদের উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে অভিযুক্ত গিয়াসউদ্দিন বলেন, মারামারি বিষয়ে আমি কিছুই জানিনা, আমি মক্কা মদিনা থেকে এসেছি এই বিষয়ে আমাকে জড়াবেন না। অভিযুক্তদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
