

মকসুদ রানা,
দৈনিক ভোলাটাইমস্::
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলতাফ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোলা প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি আব্দুল কাদের সেলিম।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন —
সিনিয়র সাংবাদিক ও জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য এডভোকেট নজরুল হক অনু, দৈনিক ভোলাটাইম পত্রিকার সম্পাদকও প্রকাশক মোহাম্মদ আলী জিন্না (রাজিব)
সাংবাদিক মোকাম্মেল হক মিলন,
বাসস ভোলা জেলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার,
এনটিভি স্টাফ রিপোর্টার আফজাল হোসেন,
মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জসিম রানা,
ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তুহিন খন্দকার,
এডভোকেট তোহা,
এডভোকেট আরিফুর রহমান,
ভোলা জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি ইলিয়াছ চৌধুরী, সহ-সভাপতি কামরুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,
সহ-সাংগঠনিক সম্পাদক এরসাদুল হক আজাদ,
বোরহানউদ্দিন উপজেলা সভাপতি অন্তর হাওলাদার, দৈনিক দিগন্তরের দক্ষিণ প্রতিনিধি, মাসুদ রানাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে মরহুম আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ভোলা জেলা সাংবাদিক সংস্থার সভাপতি আব্দুস শহীদ তালুকদার।