

মোঃ বাবুল রানা,
দৈনিক ভোলাটাইমস্ ::ভোলায় দুর্যোগ ও ঘূর্ণিঝড়ের আঘাম বার্তা এবং সতর্ক সংকেত দিতে রাস্তার মোড়ে মোড়ে বিলবোর্ড লাগিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন জাগো নারী।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে ভোলা শহরের পরানগঞ্জ বিশ্বরোড চত্বরে প্রথম বিলবোর্ড স্থাপনের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্ভোদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান নারীর প্রকল্প ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, দেশের একমাত্র উপকূলীয় জেলা দ্বীপ জেলা ভোলা। এ জেলায় কিছু দিন পর পর ঘূর্ণিঝড় সুপার সাইক্লোনের মত বড় বড় দূর্যোগের দেখা মেলে।
পর্যাপ্ত সাইক্লোন শেল্টার সংকট, স্বেচ্চাসেবী সংগঠনের জনবলের আধুনিক প্রশিক্ষণের অভাব, নির্ধারিত সময়ে ঝড়ের পূর্বাভাস না পাওয়া ও ঝড় মেকাবেলায় প্রস্তুতি নিতে না পারায় প্রতি বছরই দ্বীপজেলা ভোলায় প্রাণহানি ও জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে।
তারা আরো বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে জাগো নারী ভোলায় দূর্যোগের আঘাম সতর্ককরন করতে রাস্তার পাশে এসকল বিলবোর্ড জনসাধারণের ব্যাপক উপকারে আসবে বলে জানান তারা।