
মোঃ সাইফুল ইসলাম আকাশ,
দৈনিক ভোলাটাইমস্ ::ভোলায় ছাত্রদল নেতা সিফাত হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এসপি শহিদুল্লাহ কাওছার।
বুধবার ২৪ ডিসেম্বর রাত সাড়ে ১১ টায় ভোলা জেলার সদর মডেল থানাধীম রাজাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ শ্যামপুর সাকিনের হেলাল মেম্বারের বাড়ির সামনে রাস্তার উপর রিজওয়ান আমিন সিফাত (২৮) হত্যা মামলার মূল রহস্য দ্রুত সময়ের মধ্যে উদঘাটন, আসামী গ্রেফতার ও মামলার যথাযথ তদন্তের লক্ষ্যে সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
এ সময় পুলিশ সুপার ভিকটিমের পরিবারকে সান্তনা দেন। তাছাড়াও এলাকার লোকজন ও ভিকটিমের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন এবং উক্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার,ভোলা সদর মডেল থানার ওসি মোঃ মনিরুল ইসলাম
জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা,জেলা গোয়েন্দা শাখার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
