

স্টাফ রিপোর্টার, ভোলা টাইমস্,
ভোলা জেলার সদর উপজেলাধিন ভেলুমিয়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম মাস্টার এর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে জানা যায় গত ৫ ই আগস্ট সরকার পতনের পর চেয়ারম্যান সালাম মাস্টার চেয়ারম্যানী পদ হারালেও তিনি তার স্ত্রীকে নিয়ে ইউনিয়ন পরিষদ এলাকায় অবস্থিত নিজ বাড়িতেই বসবাস করতেন। কিন্তু তিনি হঠাৎ অসুস্থ হয়ে পরলে গত ৪ মাস যাবত ঢাকায় অবস্থানরত তার একমাত্র ছেলে ব্যবসায়ী মোঃ মনির হোসেন এর বাসায় বসবাস করছেন। এই অবস্থায় বাড়ি খালি থাকলেও কেয়ার টেকার হিসেবে তার ভাগনে আব্দুর রহমান দেখাশোনার দায়ীত্ব পালন করেন। কিন্তু গত মঙ্গলবার(১৫ এপ্রিল)গভীর রাতে কে বা কাহারা ঘরের চালের টিন কেটে দুটি আলমারি,দুটি অয়ারড্রোফ,দুটি সোকেসে থাকা মূল্যবান কাগজপত্র,টাকা পয়সা ও স্বর্নালংকার সহ বিভিন্ন দামী মালামাল চুরি করে নিয়ে যায়। চুরির বিষয়ে জিজ্ঞাসা করলে কেয়ার টেকার রহমান, বলেন,”মামা-মামি(চেয়ারম্যান ও তার স্ত্রী) অসুস্থতার জন্য ঢাকায় থাকলেও আমি রাতে মামার বাড়িতে থাকতাম। কিন্তু এলাকার কিছু লোকের সাথে আমার দন্ধ সৃষ্টি হওয়ার পর আমার জীবনের নিরাপত্বার কথা চিন্তা করে প্রতিদিনের মতো সেদিনও রাত সারে ১১ টার পর আমার নিজ বাড়িতে চলে যাই। পরদিন ভোর ৬ টায় এসে চেয়ারম্যানের বাড়ির দরজা খোলা দেখি এবং চেয়ারম্যানের মেয়ে(একই এলাকায় বসবাসরত) তাছলিমা আপাকে খবর দেয়ার পর এলাকার লোকজনসহ ঘরে ঢুকে দেখি আলমারি ও সোকেস ভাঙ্গা,অয়ারড্রপের প্রতিটি ড্রয়ার খোলা এবং ঘরের সকল আসবাবপত্র ও জামাকাপড় ছড়ানো ছিটানো অবস্থায় পরে আছে এবং একটি লোহার সাবল,দা ও স্ক্রুড্রাইভার পরে আছে। তখন পুলিশে খবর দিলে ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের একটি টিম এসে পরিদর্শন শেষে ছবি তুলে নিয়ে যায়”। আপনাদের কাউকে সন্দেহ হয় কিনা জানতে চাইলে চেয়ারম্যান কন্যা তাছলিমা আক্তার(সাবেক মহিলা মেম্বার) বলেন,আমাদের কারো সাথে শত্রুতাও নেই এবং সন্দেহের তালিকায়ও কেউ নেই।