

স্টাফ রিপোর্টার,
দৈনিক ভোলাটাইমস্ ::নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ’র নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি’র ছাত্র সংগঠন “বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর পশ্চিম শাখা”। শুক্রবার দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানায় সংগঠনের মহানগর পশ্চিম এর সভাপতি নূর আলিফ হাসান অপূর্ব এবং সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ সুজন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ( জনাব এরশাদ) ও আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অনেকেই গুরুতর আহত হয়েছেন। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সম্মুখসারির নেতারা ও অভ্যুত্থানের পক্ষেশক্তির ওপর এ ধরনের নৃশংস হামলা অনাকাঙ্ক্ষিত।গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন আচরণ কোনভাবেই কাম্য নয়।
বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর পশ্চিম সভাপতি নূর আলিফ হাসান অপূর্ব সাধারণ সম্পাদক খালেক মাহমুদ সুজন বলেন এই ধরনের হামলা আজ গণধিকারের উপর হয়েছে কাল অন্য কোন রাজনৈতিক সংগঠনের উপর হবে না এনিশ্চয়তা কি তাই অতি দ্রুত প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর দ্রুত সংস্কার নিশ্চিত করতে হবে…! এ ধরণের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অনতিবিলম্বে দোষীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।