

মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা:
বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ভোলা পৌরসভা ৬ নং ওয়ার্ডের কমিটি গঠন উপলক্ষে ওয়ার্ড সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জুন) বিকেল ৫ টায় বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ভোলা জেলার উদ্যোগে পৌরসভা ৬ নং ওয়ার্ড ওয়েস্টার্ন পাড়া শতদল বিকাশ ক্লাব প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভোলা জেলা বিজেপির যুগ্ন-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন বিপ্লবের সভাপতিত্বে, জেলা ছাত্র সমাজ সদস্য মোঃ হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা বিজেপির সভাপতি মোঃ আমিরুল ইসলাম রতন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিজেপির যুগ্ম আহবায়ক বিকাশ মজুমদার, জেলা যুব সংহতির আহবায়ক নূরে আলম সিদ্দিকী টিটু, সিনিয়র যুগ্ন আহবায়ক কামাল সর্দার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ন আহবায়ক মোঃ সুজন হাওলাদার, পৌর বিজেপির আহবায়ক মোঃ জসীম উদ্দীন।
এছাড়াও আরও আরও বক্তব্য রাখেন জেলা ছাত্র সমাজের আহবায়ক মানষ ঘোষ শান্ত, স্বপন মিঝি, মোঃ আলি, ইংরোজ আলম টিমন, মোঃ পারভেজ, মোঃ মাসুম মিঝি, শাখাওয়াত হোসেন কায়েস, আল আমিন, শাওন, শাকিল, আলাউদ্দিন সহ আরও অনেকে।
বক্তব্যে অনুষ্ঠানের প্রধান অতিথি আমিরুল ইসলাম রতন উপস্থিত ছাত্র সমাজের নেতা কর্মীদের রাজনৈতিক নেতা পছন্দের বিষয়কে সাধুবাদ জানিয়ে তাদের উদ্দেশ্য সংক্ষিপ্ত দিকনির্দেশনা বক্তব্যর পাশাপাশি অবহেলিত ভোলাকে রক্ষা করতে, ভোলার উন্নায়নের লক্ষ্যে একজোট হয়ে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ কে ভোলা ১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে জয়যুক্ত করার আহ্বান জানান।
অথিতিদের বক্তব্য শেষে অনুষ্ঠানের মূল কর্মসূচি হিসেবে মোঃ জিসান কে সভাপতি ও মোঃ সজিব কে সাধারণ সম্পাদক ,মোঃ জীম কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ভোলা পৌরসভা ৬ নং ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়।
এ সময় সেখানে ভোলা জেলা বিজেপি, জেলা যুব সংহতি, জেলা স্বেচ্ছাসেবক পার্টির নেতাকর্মী সহ ভোলা জেলা উপজেলা পৌর ছাত্র সমাজের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
