

স্টাফ রিপোর্টার,
দৈনিক ভোলাটাইমস্ :: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভোলা জেলা শাখার আওতাধীন ভোলা সরকারি মহিলা কলেজে প্রথমবারের মতো ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় দফতরের অনুমোদনক্রমে এবং দায়িত্বপ্রাপ্ত টিম-১৮ এর যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে এই নেতৃত্ব চূড়ান্ত করা হয়।
ভোলা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো: জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো: আল-আমীন হাওলাদারের স্বাক্ষরিত প্যাডে আফরানা আক্তার ইমাকে সভাপতি ও মোসা: তারিনকে সাধারণ সম্পাদক করে আট সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।
কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: সিনিয়র সহ-সভাপতি: রাফিয়া আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: আশরাফুন নেছা মিথিলা, সাংগঠনিক সম্পাদক: সুমাইয়া আকতার ইভা ও প্রচার সম্পাদক: ইতি আক্তার এবং সুমাইয়া নুহা ও আমেনা বেগমকে সদস্য করা হয়েছে।
নির্বাচিত সকলেই উচ্ছাস প্রকাশ করে জানিয়েছেন, ভোলা জেলার মধ্যে একটি ঐতিহ্যেবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভোলা সরকারি মহিলা কলেজ। এই প্রতিষ্ঠানের প্রথমবারের কমিটিতে জায়গা পাওয়া সৌভাগ্যের বিষয় তেমন ই ইতিহাসের অংশ।
এই গুরুত্বপূর্ণ দায়িত্বে তাদের আসীন করায়, আপসহীন নেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এছাড়া অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ভোলা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো: জসিম উদ্দিন ভাই ও সাধারণ সম্পাদক আলামিন হাওলাদার ভাইয়ের প্রতি তারা আমাদের উপর ভরষা রেখেছেন।
নারীরা সবক্ষেত্রেই উপেক্ষিত হয়, আশা রাখছি ভোলা সরকারি মহিলা কলেজ ছাত্রদল সর্বদা শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করবে। ইনশাল্লাহ দোয়া করবেন আমরা যেন ভোলার মধ্যে শক্তিশালী একটি ইউনিট হতে পারি।
এই প্রথমবার ভোলা সরকারি মহিলা কলেজে ছাত্রদলের কমিটি গঠিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। ছাত্রদল নেতারা আশা করছেন, এ নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং ছাত্র সমাজের অধিকার আদায়ের আন্দোলন শক্তিশালী হবে।