
ভোলা টাইমস্ ডেক্স:
দেশের ভেতরের তিন শ্রেণির নাগরিকের পোস্টাল ব্যালট পাঠানো সোমবার থেকে শুরু হয়েছে। এই তিন শ্রেণি হলো, সরকারি চাকরিরত ব্যক্তি, যারা নিজ নির্বাচনী এলাকার বাইরে সরকারি দায়িত্বে নিয়োজিত, নির্বাচনের কাজে নিয়োজিতরা এবং দেশের বিভিন্ন কারাগারে বন্দী ভোটাররা।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে পোস্টাল ব্যালট কেন্দ্রে না পৌঁছালে সেটা কাউন্ট হবে না। আর প্রবাসী ভোটাররা তাদের ভোটের খাম দেশে এসে কেন্দ্রে জমা দিতে চাইলে সেটা গ্রহণ করা হবে না।
প্রবাসী পোস্টাল ব্যালট প্রসঙ্গে তিনি বলেন, একজন প্রবাসী তিনি যদি দেশে এসে তার ব্যালটটা পোস্ট করেন সেটা গণনা হবে কিনা? উত্তর হচ্ছে না। তার কারণ হচ্ছে, প্রবাসী জিও লোকেশন ট্র্যাক করার পরেই তার ব্যালটটা আসতে হবে। আমাদের মেইল প্রসেসিং সেন্টার একটা এয়ারপোর্টে এবং তেজগাঁয়ে এর মাধ্যমে ফিল্টারড হয়ে আসতে হবে।
তিনি বলেন, যেহেতু ঢাকায় আমি একজন এলাম। মোহাম্মদপুরে বা ধানমন্ডিতে একটা আমি পোস্টবক্সে দিয়ে দিলাম। সেটা গণনাযোগ্য হবে না। কাজেই অনেকেরই যে একটা কৌতূহল যে আমি ঢাকায় যাচ্ছি বা আমি কাউকে দিয়ে পাঠিয়ে দিলাম ব্যালট পেপারটা। ঢাকা থেকে বা দেশের ভেতর থেকে এটা পোস্ট করা হোক এটা গণনাযোগ্য হবে না।
তিনি বলেন, প্রবাসীদের আমরা বলেছি দ্রুততার সাথে ২২ জানুয়ারি থেকে প্রতীক বরাদ্দের পর থেকে আপনারা ভোট দেয়া শুরু করেন। দেশের বাইরে এলাকাভেদে এবং দেশের ভেতরে এলাকার দূরত্ব অনুযায়ী ১৩ থেকে ১৪ দিন লাগবে। তাহলে আপনি যদি ২৩ জানুয়ারি ভোট দেন তাহলে আপনার কত তারিখের ভেতরে এসে পৌঁছাবার কথা আপনি নিজে হিসাব করে দেখেন।
